
আবু রায়হান, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি’র ২ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার এলাসিন বাজারের উত্তর পাশের স’মিলের সামনে টাঙ্গাইল-নাগরপুর আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়, শনিবার সকালে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর মনোনয়ন বাতিল করে জুয়েল সরকারকে মনোনয়ন দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে দেলদুয়ার উপজেলার জুয়েল সরকারের সমর্থকরা। বেলা ১১টায় এলাসিন প্লাটফর্ম মাঠে বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া শেষে এলাসিন বাজারে নাগরপুর টাঙ্গাইল সড়কে মানববন্ধন কর্মসূচিতে দাড়িয়ে যায় জুয়েল সরকারের সমর্থকরা। এ সময় মনোনীত প্রার্থী লাভলুর সমর্থনে মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি অতিক্রম করে দেলদুয়ার উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহেলের নেতৃত্বে ৩০/৩৫ জনের ১টি দল। এর পরপরই নাগরপুর উপজেলা থেকে লাভলুর সমর্থনে মিছিল করে অর্ধশতাধিক মোটর সাইকেলে শতাধিক নেতা-কর্মী জুয়েল সরকারের সমর্থকদের নির্ধারিত কর্মসূচি মানবন্ধন অতিক্রম করে। জুয়েল সরকারের সমর্থকরা তাদের নির্ধারিত কর্মসূচি শেষ করে ব্যানার ফেসটুনসহ মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তর দিক থেকে নাগরপুরের দিকে ফেরত যাওয়া মোটর সাইকেল বহর থেকে ১জন নারীর হাতে থাকা ফেস্টুন ধরে টান দিয়ে ছিড়ে ফেলে। এ ঘটনার জেরেই উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়ে পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় নেতার সমর্থকই পাশে থাকা স’মিলের লাকড়ি ব্যবহার করে। এক পক্ষ অপর পক্ষকে চূড়ান্তভাবে আঘাত করে। এতে অন্তত উভয় পক্ষের আনুমানিক প্রায় ২০ জন সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের নাগরপুর-দেলদুয়ার উভয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই এলাকা শান্ত রয়েছে।





























