
স্টাফ রিপোর্টার
বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত রামসার সাইট টাঙ্গুয়ার হাওর রক্ষায় আরও শক্ত ভিত পেল‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’। নতুন করে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রিয় জনপ্রতিনিধি জুনাব আলী।বুধবার রাতে (৩ ডিসেম্বর) সংগঠনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এর মধ্য দিয়ে সংগঠনটির উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
ইতোপূর্বে উপদেষ্টা পদে ছিলেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন এবং পরিবেশবিদ প্রভাষক দুলাল মিয়া। প্রশাসন,আইন ও পরিবেশ—এই তিন স্তরের প্রবীণ সহায়তায় এখন সংগঠনটির নেতৃত্ব আরও সুসংহত হলো।
এদিকে সীমান্ত কবি দশরত চন্দ্র অধিকারী ও গণমাধ্যমকর্মী মো.সালাহউদ্দিন-কে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সাংস্কৃতিক ও গণমাধ্যম ভাবনার নতুন মাত্রা যোগ হলো সংগঠনের কার্যক্রমে।
হাওরের অধিকার, উন্নয়নে অঙ্গীকার।এই শ্লোগানকে সামনে রেখে গত ২৭ জুলাই ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যেই প্রশাসনের সঙ্গে সমন্বয়ে মাঠপর্যায়ের কার্যক্রম চালিয়ে সংগঠনটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠার দিনেই হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় বর্জ্য অপসারণ করে তা জনসম্মুখে আগুনে ধ্বংস করার কার্যক্রম ছিল সংগঠনটির সাহসী অঙ্গীকারের প্রতীক। এই কর্মসূচির উদ্বোধন করেন তৎকালীন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
পরবর্তীতে ৮ আগস্ট সংগঠনের সদস্যরা পর্যটক, হাউসবোট মালিক ও স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করেন।
আজ টাঙ্গুয়ার হাওরের পক্ষে যিনি কথা বলেন, তিনিই এই সংগঠনের শক্তি এই বিশ্বাসে এগিয়ে চলেছে‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম।





























