
রহমত মন্ডল তারাগঞ্জ,(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে বদলি জনিত কারণে উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) রুবেল রানাকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজন ১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও রুবেল রানা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি তারাগঞ্জের মানুষের হৃদয়ে জায়গা করে রেখেছেন। সবাই তেনার মঙ্গল কামনা করেন।
বিদায়ী বক্তব্যে ইউএনও রুবেল রানা তারাগঞ্জে কর্মকালীন সময়কে স্মরণীয় উল্লেখ করে বলেন, এ উপজেলার মানুষের আন্তরিকতা আমার কাছে সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবে। এই এলাকার মানুষ, স্মৃতি ও অভিজ্ঞতা আমার কর্মজীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সকলের দোয়া, শুভকামনা ও অব্যাহত সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনা শেষে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রিক মেডিয়ার সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে বিদায়ী ইউএনও কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।





























