
তফসিল ঘোষণার পরই সুনামগঞ্জে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসন সম্ভাব্য সকল প্রার্থীর নির্বাচনী প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ জারি করেছে। জেলা প্রশাসনের নোটিশ (১১ ডিসেম্বর) অনুযায়ী,পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, বিলবোর্ড, পেইন্ট, তোরণ, গেটসহ যেকোনো ধরনের নির্বাচনী ক্যাম্পেইন সামগ্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ প্রার্থীর খরচে সরাতে হবে।
জেলা প্রশাসক জানিয়েছেন, তফসিল ঘোষণার পর এই সব সামগ্রী নির্বাচন প্রচারণা হিসেবে গণ্য হবে। সময়মতো অপসারণ না করলে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীর বিরুদ্ধে বিধিমালা-২০২৫ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ড. মোহাম্মদ হাবিবুল্লাহ মিয়া স্বাক্ষরিত নোটিশে আরও বলা হয়েছে, পরিষ্কার ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে। সকল রাজনৈতিক পক্ষকে নিয়মকানুন মেনে চলার জন্য স্পষ্ট ও শক্তিশালী আহ্বান জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলায় মাঠ পর্যায়ে প্রশাসনের তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী পরিবেশকে শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছ রাখতে কার্যক্রম জোরদার করা হয়েছে।





























