
মাছ ধরার বিষয়ে নিষেধাজ্ঞাকালে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল পান নিবন্ধিত জেলেরা। তবে এই চালের পরিবর্তে টাকা চেয়েছেন চাঁদপুরের মৎস্যজীবীরা।
সোমবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুরের বোড় স্টেশনের মোলহেডে আয়োজিত অনুষ্ঠানে জেলেদের পক্ষে এই দাবি তোলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যানরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ড. দীপু মনি। জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রীর বক্তব্য চলাকালে হাত তুলে তার দৃষ্টি আকর্ষণ করেন অনুষ্ঠানে উপস্থিত উপজেলা চেয়ারম্যানদের কয়েকজন।
এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানদের কথা শোনেন। চেয়ারম্যানরা জেলেদের পক্ষে দাবি করেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের যে চাল দেওয়া হয়, তার পরিবর্তে জেলেদের ব্যাংক একাউন্টে চালের মূল্যের সমপরিমাণ টাকা দেওয়ার জন্য।
এ সময় ড. দীপু মনি এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি বলেন, প্রায় ৪৩ হাজার নিবন্ধিত জেলে আছে। তাদের যে সহযোগিতা দেওয়া হয়, তার উপযোগিতা বিবেচনা করা প্রয়োজন।
জেলেদের দাবির প্রেক্ষিতে ড. দীপু মনি বলেন, নৌপুলিশের কিছু কিছু সদস্য, সবাই না, কিছু কিছু সদস্য হয়রানি করে। আবার জেলেরাও ১৬ আনা সঠিক না। আপনারাও অনেকে আইন মানেন না। গত ১১ দিনে অনেকেই গ্রেফতার হয়েছেন। আপনাদের তো বাড়ি থেকে ধরে আনেনি। নদী থেকেই ধরেছে।
চাঁদপুর-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, বেআইনি জাল ব্যবহার করার জন্য আমার জেলে ভাইদের গ্রেফতার করা হয়। আমি জানতে চাই, এই জাল যারা উৎপাদন করে, তাদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে? জেলে পল্লিতে অভিযান হয়, আমি জানতে চাই, যেখানে জাল উৎপাদন হয়, সেখানে কবে অভিযান করা হয়েছে? যদি বেআইনি জাল উৎপাদনই না হয়, তাহলে ব্যবহারও হবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, স্থানীয় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।





























