
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ভোট চাইতে গিয়ে আগুন ধরা বাড়ির আগুন নিয়ন্ত্রণ করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছে কৃষকদলের নেতাকর্মীরা।
২৩ জানুয়ারি (শুক্রবার) বিকালে ধানের শীষের প্রার্থীর পক্ষে বাড়িতে বাড়িতে নির্বাচনী প্রচারনার কাজ করার সময় নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামের সাইফুল শেখের বাড়ির রান্না ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা না করে নির্বাচনী প্রচারনায় উপস্থিত কৃষকদলের নেতৃবৃন্দরা তাৎক্ষণিক আগুন নেভানোর কাজে লেগে পড়েন। এতে ভুক্তভোগী সাইফুল শেখের বসত বাড়িঘর বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। শ্রীপুর উপজেলা কৃষকদল ও নাকোল ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দদের এমন সাহসী কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহবুব শেখ, নাকোল ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ঈশান মোল্লা ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
নির্বাচনী টিম মেনেজমেন্টের দ্বায়িত্বে থাকা সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহবুব শেখ বলেন, কৃষকদল সব সময় জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কার্যক্রম করে থাকে। আজকের ঘটনায় আমরা তাৎক্ষণিক নির্বাচনী প্রচারণা বন্ধ করে আগুনে ক্ষতিগ্রস্ত সাইফুল শেখের পরিবারের পাশে দাড়িয়েছি।





























