
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি চৌকস দল।
ডিএনসি জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ডিএনসি বগুড়া জেলা উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল শাজাহানপুর থানাধীন বেতগাড়ী এলাকায় ঢাকা–বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পাশে ইস্পাহানি টি লিমিটেড ডিভিশনাল অফিসের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাসটির ভিতরে F–4 নম্বর সিটে বসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মহেষখালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মনির আহমদ (৪৬)।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ প্রতিরোধের জন্য আমরা নিয়মিত ও পরিকল্পিত অভিযান চালাচ্ছি। এই অভিযানটি আমাদের সেই ধারাবাহিকতার অংশ। বাসে ইয়াবা বহনের মতো ঘটনা নস্যাৎ করার মাধ্যমে আমরা জেলাজুড়ে মাদকাসক্তি নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব। সাধারণ জনগণ যেন নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশে চলাচল করতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য।"
উপপরিচালক আরও জানান,“আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখব। মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। জনগণের সহায়তায় ও তথ্যের ভিত্তিতে প্রতিটি অভিযান সঠিক সময়ে সম্পন্ন হচ্ছে।”
শাজাহানপুর এলাকায় এই ধরণের অভিযান নিয়মিত চালানো হচ্ছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। তারা মনে করেন, ডিএনসির সক্রিয় পদক্ষেপ জেলার জনগণের জন্য নিরাপত্তা ও সচেতনতা বাড়াচ্ছে।





























