
তানজিদ শুভ্র: অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক নাসিম আহমেদ শুভ'র তৃতীয় উপন্যাস ‘যদি পাশে থাকো’। বইটি প্রকাশ করছে সাহিত্যপিডিয়া প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন সৌমক সাহা ধ্রুব। বইটির মলাট মূল্য ২৮০ টাকা।
উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘সম্পর্কে কেবল রোমাঞ্চকর ব্যাপারেগুলোকে উপেক্ষা করেও বলার মতো আরো অনেক কিছু আছে। আছে নানান টানাপড়েন; দুজনের মধ্যে অমিল। আবার অনেক সময় সমস্ত ব্যাপারে পুরোপুরি মিল থাকা সত্ত্বেও সম্পর্ক পূর্ণতা পায় না। দুজনের পরস্পরের প্রতি নিখাদ ভালোবাসা, সম্মান, যেকোনো সিদ্ধান্তে অসামান্য মিল, জীবন নিয়ে দুজনের একই রকম পরিকল্পনা থাকার পরও কখনো কখনো সম্পর্কের পূর্ণতা হয় না। এমন দুজনের গল্প নিয়েই আমার এবারের উপন্যাস 'যদি পাশে থাকো।’
নাসিম আহমেদ শুভ'র প্রকাশিত অন্যান্য বই- ‘ছন্নছাড়া’ (২০২১) ও ‘রূপায়ন মাঠ’ (২০২২)।
নাসিম আহমেদ শুভ’র পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার গোপালপুরে। তিনি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়াশোনা করছেন।







































