
মোঃ জমশেদ আলী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরষ্কার পেয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাবানা আক্তার। সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার বড়াল সভাকক্ষে তাকে এ পুরুষ্কার প্রদান করা হয়। শাবানা আক্তার উপজেলার যোগীপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ বিভিন্ন নারী সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মোছা. শাবানা আক্তারসহ ৫জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। বাকিরা হলেন— ইয়াসমিন আক্তার, আরিফা, বিউটি বেগম ও রিতা খাতুন।





























