
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ) দুপুরে কাহালু থানাধীন পাইকড় গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকড় গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বসত বাড়ির ভেতরে থাকা মাদক ব্যবসায়ী রাজ্জাকের দেহ
তল্লাশিকালে তার ডান হাতে ধরা অবস্থায় একটি কমলা রঙের সিনথেটিক ব্যাগের ভেতর ভেতর থেকে ৫০০ গ্রাম শুকনা গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাহালু থানাধীন পাইকড় গ্রামের মৃত পুটু মিয়ার ছেলে।
এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জিললুর রহমান বলেন,“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত ব্যক্তি নিজ বাড়িতে গাঁজা মজুদ করে রাখছিল। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসি সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে।”
তিনি আরও বলেন,“কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার করা হবে না। মাদক ব্যবসা ও মাদক রাখায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”
গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





























