
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে
তরুণ লেখক নাজমুল হাসান এর প্রথম উপন্যাস ‘ইতি’।
বইটি প্রকাশ করছে সাগরিকা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চাষী এস, কে খান।
‘মৃত্যুর
মানচিত্র’ উপন্যাসটি মানজুলুল হকের ৬ষ্ঠ বই। বইটি লেখা হয়েছে চব্বিশের
গণ-অভ্যুত্থান নিয়ে। সেই সাথে চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপটে বইটিতে উঠে এসেছে
বাংলাদেশের ইতিহাসের এমন সব গুরুত্বপূর্ণ বিষয়, যা এতদিন রাজনৈতিক মদদপুষ্ট
ইতিহাসবিদরা কৌশলে রেখেছিলেন অব্যক্ত।
প্রকাশক জানান,
উপন্যাসটি মেলায় প্রকাশনীর পরিবেশক সবুজ পাতার ৬৮৩ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ
মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
লেখকের কথায়, ‘ইতি’
উপন্যাসের প্রত্যেক কোণে লুকিয়ে আছে আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস, উদ্দীপনা, দুরন্তপনা,
সুখ-দুঃখ আরো কত সব। এখানে খেলা করে শৈশবের বেড়ে উঠা, যৌবনের শক্তি-সাহস, বয়োবৃদ্ধের
আক্ষেপ, অভিযোগ। যার আকার নির্জনে চলে যায় আবার সম্ভান্ত্র হয়ে ফিরে আসে। সত্যকে সত্য,
মিথ্যাকে মিথ্যা বলাই তার প্রিয়। কিছুতেই তাকে দমিয়ে রাখা যায় না। সেও সবার মতো হাঁটে,
চলে তবে পিছুটান, পঙ্কিলতা পেরিয়ে। অজপাড়াগাঁয়ের কর্মকাণ্ড নিয়ে তার সৃষ্টি। নানান
পরিবেশে বেড়ে ওঠা, কত চন্দ জালে জীবনের পদক্ষেপ। অতি সাধারণ মানুষের নীতি এত মসৃণ তা
কল্পনার জগতে নাড়া দেয়। যার নাই কোন ডিগ্রি, সম্মাননা তবে বুক জুড়ে আছে সততার ছোঁয়া।
হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দুক, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে তাকে ধরা, ছোঁয়া যায়
না। যেখানে মেয়ে তার পিতামাতার প্রতি মমতা, ছেলের দৃঢ় বিশ্বাস, পরে আত্তত্যাগ। বান্ধবীর
অভিমান, অভিযোগ। জীবনের বিচিত্র, সমাজের অসঙ্গতি ইত্যাদি সব উপজীব্য ঘেরা তার প্রত্যেকটা
পরদে। আশা করি 'ইতি' শুনাবে নতুন আঙ্গিকে।







































