
এবারের অমর একুশে বইমেলায় কিশোর ও শিশুদের জন্য দুইটি নতুন বই নিয়ে এসেছেন লেখক সারমিন ইসলাম রত্না। একটির বিষয়বস্তু কিশোরদের মানসিক জগৎ, অন্যটি রোমাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে সাজানো।
কিশোরদের আবেগ, অনুভূতি ও তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা "রং তুলিতে ছুটির দিন" বইটি প্রকাশ করেছে শিশুবেলা প্রকাশনী। বইটিতে মোট আটটি গল্প রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য— ছোটরাও ভুল ধরতে পারে, বৃষ্টিমাখা ইচ্ছেগুলো, শহর ছেড়ে শান্তপুর ইত্যাদি। বইয়ের ফ্ল্যাপে লিখেছেন ডাঃ মাহমুদ হাসান, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নিসা মাহজাবীন। বইটির মলাট মূল্য ১৫০ টাকা। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের শিশুচত্বরে শিশুবেলার ৯৫৩ নম্বর স্টলে।
ভৌতিক গল্পের মজায় যারা মেতে উঠতে চান, তাদের জন্য এসেছে "ভূতের উপহার"। এতে রয়েছে পাঁচটি রোমাঞ্চকর গল্প, যেমন— ভূতের পুকুর, ভূতুড়ে মাঠ ইত্যাদি। বইটির পাতায় পাতায় রয়েছে রঙিন অলঙ্করণ। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সোহেল আশরাফ। বইটি প্রকাশ করেছে শিশুগ্রন্থ কুটির। বইটির মলাট মূল্য ২৪০ টাকা। শিশুচত্বরে ৮৪৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
লেখক বলেন, যারা কিশোর ও শিশুদের জন্য মানসম্মত বই খুঁজছেন, তাদের জন্য বই দুটি হতে পারে দারুণ একটি সংগ্রহ।







































