
বোয়ালখালীতে চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও ক্লাস পার্টি অনুষ্ঠিত
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ
আনন্দ-আবেগের মধ্যে দিয়ে বোয়ালখালী উপজেলার চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়াম রুমে স্কুলের সহকারী প্রিন্সিপাল এস এম শাহেদ হোসাইন ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক আমিনুল আবেদীন জসীম।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা শাহীন আক্তার, সিনিয়র শিক্ষিকা শিউলি দে, সিনিয়র শিক্ষিকা রুমা আক্তার, সিনিয়র শিক্ষিকা জান্নাতুল মাওয়া, সরকারি শিক্ষিকা সীমা প্রমুখ।
অনুষ্ঠানে পরিচালক ও শিক্ষক- শিক্ষিকারা বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রাথমিক বিদ্যালয় তোমাদের শিক্ষাজীবনের ভিত্তি স্থাপন করেছে।তোমারা যেখানেই যাও না কেন, এই বিদ্যালয়কে এবং এর শিক্ষকদের সব সময় মনে রাখবে। তোমরা তোমাদের নৈতিকতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়বে। তোমাদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠবে। তোমরা “জ্ঞানার্জনের পাশাপাশি মানুষের মতো মানুষ হওয়াটাই আসল শিক্ষা। এই শিশুরা আগামী দিনে আমাদের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গান, কবিতা, নাচ ও কৌতুকের মাধ্যমে তারা অনুষ্ঠানটিকে মাতিয়ে তোলে। এ সময় বিদায়ী শিক্ষার্থীরাও তাদের স্কুলজীবনের মজার স্মৃতি ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বক্তব্য রাখে।
ক্লাস পার্টি ও সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ক্লাস পার্টি। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা একসঙ্গে নানা ধরনের খাবার উপভোগ করে। হাসিখুশি ও প্রাণবন্ত পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। সবশেষে, বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার ও বিশেষ স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন শিক্ষাঙ্গনে এই শিক্ষার্থীরা যেন সাফল্যের ছাপ রাখতে পারে, সেই শুভ কামনা নিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।





























