
তানজিদ শুভ্র: এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন এর নতুন বই ‘সবুজ ঘাস ও গো-খাদ্য ব্যবস্থাপনা’। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন।
প্রকাশক জানান, বইটি মেলায় এশিয়া পাবলিকেশনের স্টলে পাওয়া যাবে। ইতোমধ্যে ২৫% ছাড়ে বইটি রকমারিতে প্রি-অর্ডার শুরু হয়েছে। বইটির মলাটমূল্য ৩০০ টাকা।
বইটিতে গবাদি প্রাণির জন্য সবুজ ঘাসের উপকারিতা, সবুজ ঘাসের প্রকারভেদ, ঘাস চাষের বিজ্ঞানসম্মত পদ্ধতি, ঘাস চাষের সমস্যাবলি, সমস্যা সমাধানের উপায়, সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি এবং গবাদি প্রাণিকে খাওয়ানোর নিয়মাবলি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন বলেন, ‘গবাদি প্রাণির সুস্বাস্থ্য বজায় রাখতে এবং উৎপাদন বৃদ্ধিতে সবুজ ঘাসের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের খামারিরা স্বল্প এবং বৃহৎ পরিসরে সবুজ ঘাসের চাষ করলেও ঘাস চাষের সঠিক জ্ঞানের অভাবে ঘাসের গুণগত মান বজায় থাকে না যা গবাদি প্রাণির উৎপাদন বৃদ্ধিতে অন্তরায় হিসেবে কাজ করে। গ্রন্থটিতে খামারিদের এসব ভুল ধারণা ভাঙিয়ে ঘাস চাষের সঠিক পদ্ধতি বর্ণনা করা হয়েছে।’
অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন এবং গোল্ড মেডেল লাভ করেন। ২০০০ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল নিউট্রিশন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত আছেন। শ্রেষ্ঠ তরুণ এই বিজ্ঞানী ‘বেস্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড’, ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’, ‘স্ট্যান্ডার্ড চার্টাড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২৩’ সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।







































