
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সোমবার ফতুল্লা মডেল থানায় দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার প্রধান আসামি শান্তিধারা এলাকার ভাড়াটিয়া মৃত চান মিয়ার ছেলে হাসান শরীফ। অন্য আসামি দাপা ইদ্রাকপুর এলাকার রুহানী চৌধুরী কথা ও বিন্দু।
মামলার এজাহারে বলা হয়েছে, তল্লা এলাকায় একটি পার্লারে প্রশিক্ষণ নেন ভুক্তভোগী। কয়েক মাস আগে সেই পার্লারের একটি কর্মশালায় অংশ নেন রুহানী চৌধুরী কথা। সেখানে তাদের পরিচয় হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের নিয়মিত যোগাযোগ শুরু হয়।
ভুক্তভোগী জানান, চলতি মাসের ৪ তারিখ রাতে ভুইগড় বাসস্ট্যান্ড থেকে তাঁকে ঘুরতে যাওয়ার কথা বলে একটি প্রাইভেট কারে তুলে নেন রুহানী। মাওয়া ঘাটসহ বিভিন্ন জায়গায় ঘোরার পর ভোরে তাঁরা শান্তিধারা এলাকায় হাসান শরীফের ভাড়া বাসায় যান।
অভিযোগে বলা হয়েছে, বাসায় পৌঁছানোর পর রুহানী ও বিন্দু তাঁকে জোর করে হাসান শরীফের কক্ষে ঢুকিয়ে দেয়। পরে হাসান তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
ফতুল্লা মডেল থানার তদন্ত কর্মকর্তা নন্দন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।





























