
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) শিবগঞ্জ হাট কালির বাজারে পুটিজানা ভূমি অফিস সংলগ্ন পুটিজানা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল গ্রাম আদালতের সহজ, সুলভ ও দ্রুত বিচারিক সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা, বিশেষ করে দরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নারীদের স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত করা এবং উচ্চ আদালতের মামলার চাপ কমানো।
ভিডিও প্রদর্শনের পরে অংশগ্রহণকারীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের হাতে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মোছা. মুঞ্জুয়ারা খাতুন, গ্রাম আদালতের মনোনীত চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, মহিলা ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, AACO, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।
এ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; পৃষ্ঠপোষকতায় স্থানীয় সরকার বিভাগ, ময়মনসিংহ; এবং অর্থায়নে Govt., UNDP ও EU।





























