
গাজীপুরে
দাবীকৃত চাঁদা না দেয়ায় অটোরিক্সার গ্যারেজে হামলা ও ভাংচুর করেছে
দুর্বৃত্তরা । গতরাতে জিএমপি গাছা থানার দৌলতপুর এলাকার জাহাঙ্গীর আলমের
অটোরিক্সার গ্যারেজে এ ঘটনা ঘটে । এ বিষয়ে গাছা থানায় ৮ জনের নাম
উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে ।
মামলার
অভিযোগ, সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরের দৌলতপুর
এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলম অটোরিক্সার গ্যারেজ চালিয়ে আসছিল ।
কয়েকদিন জহিরুল ইসলাম প্রতিমাসে ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে ।
দাবীকৃত চাঁদা না দেয়ায় গতরাত সাড়ে ৮টার দিকে ২০/২৫জন লোক জাহাঙ্গীরের
গ্যারেজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে । এসময় গ্যারেজে থাকা
কয়েকটি গাড়ী ভাংচুর করা হয় । এঘটনায় গ্যারেজ মালিক জাহাঙ্গীর আলম বাদী
হয়ে ৮ জনের নাম উল্লেখ করে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন
।
তবে, অভিযুক্ত জহিরুল ইসলাম জানিয়েছেন, মিথ্যা অভিযোগে তাকে ফাসানো হচ্ছে ।
জিএমপি
গাছা থানা ওসি এস এম শাহ আলম জানিয়েছে , ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে । থানায় অভিযোগ পেয়েছি । আইনগত ব্যবস্থাগ্রহন
প্রক্রিয়াধীন





























