
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র,নগদ টাকা, বিপুল পরিমাণ মাদক এবং ১ নারীসহ মোট ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গাজিপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আজাদের নেতৃত্বে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন,মোঃ সোহেল রানা (৪২),মোঃ ইব্রাহিম (৪৭),মোঃ সজিব ফকির (২৪),মোঃ রবি আলম (৩২),শামীম মিয়া (২৮), মোঃ সামিউল আদনান (২১),মোহাম্মদ আলমগীর (২৮), মোছাম্মৎ আখি (৩৭)। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫ পিছ ইয়াবা ট্যাবলেট,২ কেজি গাঁজা,নগত ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা,স্মার্ট মোবাইল সেট ১০ টি,বাটন ফোন ৩টি,দেশীয় অস্ত্র ৮টি,সিসিটিভি কন্ট্রোলার ১টি, ওয়েট মেশিন ১টি উদ্ধার করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃখালিদ হোসেন বলেন,যৌথ বাহিনীর অভিযানে আঁখি নামে এক মাদককারবারীসহ তার সহযোগীদের আটক করি। পরে তারা চিৎকার করলে আশেপাশের অন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা করে। পরে যৌথ বাহিনী ও স্থানীয়দের সহায়তায় তাদেরও আটক করা হয়।
আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।





























