
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
কাশিমপুর,গাজীপুর
গাজীপুরের বিভিন্ন এলাকার ন্যায় আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে কাশিমপুরে।প্রতিনিয়ত মাদকদ্রব্যের রমরমা কেনা-বেচা,চুরি,ছিনতাই ও ডাকাতির ভয়ে আতংকিত থানার বিভিন্ন এলাকার জনগণ।অল্প কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।থানার কাছাকাছি এলাকাতেই ঘটছে দুর্ধর্ষসব ডাকাতির ঘটনা।
শনিবার (০৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে কাশিমপুর থানার ৪ নং ওয়ার্ডের এর সারদারঞ্জের মিশন গেট এলাকায় হাবিবুর রহমানের (৫৫) বাড়ীতে ঘটেছে এমনি এক ভয়াবহ ডাকাতির ঘটনা।
ভুক্তভোগীদের থেকে জানা যায়, রাতে ৬-৭ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।এক পর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী ও সন্তানদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরের আসবাবপত্র ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ১৩ ভড়ি স্বর্ণালংকার ও মূল্যবান শাড়ী ও জামাকাপড় লুট করে নেয় ডাকাত দলটি।
ডাকাতির এক পর্যায়ে ডাকাত দলের একজন হাবিবুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম রাশেদ এর মাথায় অস্ত্র দ্বারা আঘাত করে।ডাকাতি শেষ করে ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকার চেঁচামিতে প্রতিবেশীগণ তাদেরকে উদ্ধার করে।পরে কাশিমপুর থানাকে ঘটনা সম্পর্কে অবগত করেন।
ঘটনার পর ডাকাতির ঘটনাস্থল তদন্ত ও পরিদর্শনে আসেন ডিবির এস পি মোঃ কামাল হোসেন, ক্রাইম ডিসি মোহাম্মদ তুরাবআলী মনসুর রহমান, এডিসি খাইরুল আলম, কোনাবাড়ী জোন এসি মোঃ আমির হোসেন সহ কাশিমপুর থানার পুলিশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী ডাকাতির এ ঘটনায় কাশিমপুর থানায় একটি ডাকাতি মামলা রুজুর প্রস্তুতি চলছে।





























