
ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিটাঙ্গাইলের ঘাটাইলে দেওজান বিএনপির দু‘গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি ) সন্ধ্যা উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের দেওজান এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ২ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- বোয়ালীহাটবাড়ি গ্রামের আতিকুর রহমানের ছেলে মনিরুজ্জামান(৩৫) এবং ছনখোলা গ্রামের বাকী খানের ছেলে বাবলু খান(৩০)। এদের দুই জনকেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির প্রয়াত চেয়ার পারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের পক্ষে কেন্দ্র কমিটি গঠন করতে গেলে বিএনপির মনোনীত প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির গ্রুেপর সমর্থকরা অতর্কিত হামলা করে। এ ঘটনায় উভয় পক্ষের দু‘জন আহত হন। এ ব্যাপাওে নাসির গ্রুপের সমর্থক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কিছু মন্তব্য করতে রাজী হননি। তবে ঘটনার সত্যতা স্বীকার করে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ সমর্থক পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা বলেন,এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।জানতে চাইলে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান দৈনিক আলোকিত সকালকে বলেন, এ ঘটনায় দুজন হাসপাতালে ভর্তি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





























