
হানাদার মুক্ত দিবস: পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
পিরোজপুর প্রতিনিধি:
আজ ৮ ডিসেম্বর, পিরোজপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর জেলার বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে পিরোজপুরকে মুক্ত করেন। প্রতি বছররের ন্যায় এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা প্রশাসন পিরোজপুরের আয়োজনে পুরাতন ডিসি অফিসের সামনে থেকে শহীদ ভাগেরতি চত্বর পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। এবং ভাগীরথী চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীরাসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পরে এক আলোচনা সভায় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি জেলাকে মুক্ত করার তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।




































