
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিখাতকে আধুনিকায়নের দৃঢ় অঙ্গীকার করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, “হাওরের বৈচিত্র্য রক্ষা করে টেকসই উন্নয়নই বিএনপির লক্ষ্য; হাওরবাসীর ভাগ্যোন্নয়নই আমাদের রাজনীতি।”
মঙ্গলবার বিকেলে মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার তরুণ-তরুণী রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। একই সঙ্গে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের রাষ্ট্রীয় সম্মানির আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
কর্মীদের উদ্দেশে আনিসুল হক বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।” তিনি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান।
কর্মীসভা শেষে ধানের শীষের সমর্থনে একটি মিছিল মধ্যনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ। সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। বক্তব্য রাখেন আবুল বাশার, মোশাহিদ তালুকদার, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, কামাল হোসেন, মাহবুব আলম, গোলাম সাইফুল, সাইদুর রহমান জিয়া, রুকন উদ্দিন ও ছাত্রদল নেতা মুছাব্বির তালুকদার সাগর প্রমুখ।





























