
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক হাসান আফিফ এর উপন্যাস ‘তোমাকে শেষকৃত্যে নিমন্ত্রণ'। বইটি প্রকাশ করছে নয়া উদ্যোগ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন প্রখ্যাত প্রচ্ছদশিল্পী নির্ঝর নৈঃশব্দ।
প্রকাশক জানান, ‘তোমাকে শেষকৃত্যে নিমন্ত্রণ’ বইটি মেলায় নয়া উদ্যোগের স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য ২২০ টাকা।
তোমাকে শেষকৃত্যে নিমন্ত্রণ হাসান আফীফ'র এর ১ম বই। লেখক তার কবিতায় বিষাদ, প্রেম, লোনলিন্যাস কিংবা প্রত্যাশা, প্রত্যাখ্যান সব মিলিয়েই কিছু একটা লেখবার চেষ্টা করেছেন। লেখকের প্রথম বই,নতুন অভিজ্ঞতা।
হাসান আফীফের লেখালেখির হাতেখড়ি কিশোর আলো থেকে। বাড়ি ময়মনসিংহে, বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেন দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায়।
শুভ্র/







































