
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজী সাদেক আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় উপজেলার দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসা মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাইশগ্রাম বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হক আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মফিজুর রহমান ক্বাসেমী এবং চাঁনপুর ক্বাসীমুল উলুম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা খুরশেদ আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নূরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুল হক, মাহমুদপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান, ভুতিয়ারপুর সুজাতপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, বেহেলী আলীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম, কামীনীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান আহমদ, রামপুর হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মফিজুর রহমান আলাল এবং ক্বারী আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর জাতির ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ প্রদান করা হলে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষাক্ষেত্রে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলে এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তারা জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীমের নাতী ও রিয়াজ মাহমুদ মেহেদীর ছেলে রাঈদ মাহমুদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা লুৎফুর রহমান মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও মোট ১ লক্ষ ৩৮ হাজার টাকার আর্থিক পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। অভিভাবকরাও এমন মহতী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় হাজী সাদেক আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইয়াহিয়া সাজ্জাদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমান এবং শিক্ষা সচিব মাওলানা মাছরুফ আহমদ।





























