
কবি ও তুমি
মো. সেলিম হাসান দুর্জয়
কতদিন পরে এলে
নীলচে শাড়ি পড়ে
চঞ্চল কবিতা পায়ে,
কপালে লাল-সবুজের টিপে
তুমি কবির প্রথম প্রেমের
পূর্ণ স্বাধীনতা
পবিত্র এই 'ব' দ্বীপে।
ডাগর ডাগর আঁখি
কাজলে নাহি ভাসি
তবুও কি কাজলাপুরী,
দীপ্তির ছটায়
কবির উঠোন ছাঁদে
নীলাভ আকাশ,
ও কপালে হাসির ঝলক
ওষ্ঠপুটে মায়াবী তিল
অপলক অপলক যেন
দুরুদুরু বুকের বাঁপাশ।
চোখ ছোঁয়া ঠোঁট
স্বর্গ ছোঁয়া আবেশ
কবিতায় ছন্দ জোয়ার
কবি তো নির্নিমেষ।
কণ্ঠ কবিতা কবিতা কণ্ঠে
আহা! সে কি সুরেলা আভা
যাদুমন্ত্রে প্রোথিত সম্মোহনী
কবিতায় বিরতি টানি
ঘুরায় তরী হেয়ালি কবি
প্রেমরসে তোমার
হে মায়াময়ী স্রোতস্বিনী।
চাহনি তুলিয়া ফিনকি হাসি
নিঃশব্দে দিগন্তে লুকায়
কবি হারিয়ে কবিত্ব
পুরুষত্বে মাতি
ওগো, ওগো সর্বগ্রাসী,
আমি নহে কবি
দিব্যি দিব্যি দিব্যি
প্রেমিক
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।







































