
আমাকে কল দিও
মো. সেলিম হাসান দুর্জয়
তুমি।
এতো সুন্দর অভিনয় করতে
বিশ্বাস করে নিয়েছিলাম
সত্যি বুঝি তুমি আমাকে ভালোবাস।
এতো কাছে টানতে মোহনীয়তায়
বিশ্বাস করে নিয়েছিলাম
সত্যি বুঝি আমি তোমার কাঙ্ক্ষিত পুরুষ।
জীবন!
জীবনের হিসেব! বড্ড অনিশ্চিত!
ভালোবাসা কিংবা কাঙ্ক্ষিত পুরুষ
কোনোটাই আমি ছিলাম না,
আমি ছিলাম শুধুই ক্ষণিক প্রয়োজন
কখনো নিছকই বিনোদন
কখনো নিছকই শারীরিক।
আজ প্রয়োজন ফুরিয়েছে
চুকিয়েছো সকল দায়!
আমি বুঝতেই পারিনি- ভুলটা আমারই ছিল
তীব্র সে ভুল!
আমি।
অসুখটা আমার ছিল - তোমাকে ভালোবাসার তীব্র অসুখ
অসুখটা আমার ছিল- তোমাকে আপন করে পাবার তীব্র অসুখ
অসুখটা সত্যিই আমার ছিল- সম্পর্কটা বাঁচিয়ে রাখার তীব্র অসুখ।
ভাগ্য!
নিয়তি! বড্ড অনিশ্চিত!
তোমার ভালোবাসা ছিল
প্রিয় মানুষ ছিল
সম্পর্ক ছিল
আমিও ছিলাম- অপশনাল।
কিন্তু আমার!
আমার ছিলে তুমি শুধুই তুমি।
আজ আমিও আছি তুমিও আছো
শুধু সময় বয়ে যায় - অস্পষ্ট সময়!
দীর্ঘশ্বাসের সময়!
যদি কখনো কোনো অবসরে
পিছনে ফেলে আসা অতীত আক্ষেপের
কোনো ঝাপটা বাতাসে
হাহাকার করে উঠে তোমার অভিলাষী মন
মায়াবী ঐ চোখে অজান্তেই গড়িয়ে পড়ে দুফোঁটা জল
পুরোনো নম্বরে আমাকে কল দিও।
আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকি।
আর যদি এপাশে বেজে চলে কলের কান্নার ধ্বনি
সাড়াহীন!
জল মুছে নিও! নিশ্চিত থেকো
অপেক্ষারা মরে গেছে।







































