
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজার এলাকার নূরানী হাফিজি ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, মোশাহিদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল,যুগ্ম সাইদুর রহমান জিয়া, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।





























