
।ইসরাফিল ইসলাম মান্দা প্রতিনিধি।নওগাঁর মান্দায় ২নং ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) ০২ নং ভালাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিকেলে ৩ টায় আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালাইন ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন নুর নবী ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং ৪৯ নওগাঁ মান্দা৪ আসনে ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম পন্থী এবং বাংলাদেশ পন্থীরা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে সারা দেশের ন্যায় মান্দায় পাড়া মহল্লার দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কেউ তা রুখতে পারবে না—ইনশাআল্লাহ।” মান্দার এই আসন থেকে বিজয় ইসলামের হবে বিজয় হবে জনতার। আর জনতার ভালবাসার বিজয় নিয়ে সংসদে ইসলামি ঐক্যজোটগুলো আগামীতে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এসময় অুনস্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন,আব্দুর রাকিব চৌধুরী এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ। জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা মোস্তফা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকলকে কাজ করে যেতে হবে, এসময় অনুষ্ঠান শেষে বৈদ্যপুর বাজারে সকল শ্রেণী পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন এবং দাড়িঁপল্লা মার্কায় ভোট চান।




























