
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার(৭ জানুয়ারি )বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন,পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত মো.সিরাজুল ইসলাম উপজেলার দুগনই গ্রামের মৃত মন্তাজ আলী আলীর ছেলে।সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক।
পুলিশ সূত্রে জানা যায়,মো.সিরাজুল ইসলাম মধ্যনগর থানায় গত বছরের নভেম্বর মাসে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।আগামীকাল বৃহস্পতিবার সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























