
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় সদ্য যোগদানকৃত বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, আইনের যথাযথ প্রয়োগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মামলার নিষ্পত্তিতে গতি আনয়ন এবং অপরাধ দমনে বিচার বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতা কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে বিচার বিভাগ থেকে আইনি সহায়তা ও দিকনির্দেশনা পেলে মাদকবিরোধী উদ্যোগ আরও কার্যকর হবে।
সৌজন্য সাক্ষাৎকালে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ডিএনসির মাদকবিরোধী কার্যক্রমের প্রশংসা করেন এবং আইন মোতাবেক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর দপ্তরের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন,“মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।”
সাক্ষাৎ শেষে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে নবযোগদানকারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এ সময় ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























