
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে ১১ দলীয় জোটের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চাটখিল উপজেলা শহরের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) থেকে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহকে আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জোটের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের সদস্য সচিব মাওলানা মো. আক্তার হোসেন, এনসিপি নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ১১ দলীয় জোট নোয়াখালী-১ আসনের সহকারী সদস্য সচিব ও সোনামুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, খেলাফত আন্দোলন (দেয়াল ঘড়ি) নোয়াখালী জেলার যুব বিভাগীয় সভাপতি মাওলানা মো. আতাউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা নায়েবে আমীর মো. ওমর ফারুক, এনসিপি চাটখিল উপজেলার প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, বাংলাদেশ ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি মাস্টার শাফায়াত হোসাইন এবং খেলাফত আন্দোলন বাংলাদেশ (বটগাছ) নোয়াখালী-১ আসনের অন্যতম নেতা মাওলানা মো. আব্দুল্লাহসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ১১টি দল ঐক্যবদ্ধ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। অতীতে জনগণ বারবার প্রতারিত হলেও এবার আর বিভ্রান্ত হবে না। জোটের প্রার্থীর পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কার্যকরভাবে কাজে লাগাতে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে হবে।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহকে জাতীয় সংসদে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
































