
স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জে শিক্ষার আলো আরও উজ্জ্বল করতে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন,শান্তিগঞ্জ কর্তৃক পরিচালিত জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক,ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)সুনজিত কুমার চন্দ,শান্তি উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা,এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন,আধুনিক অবকাঠামো ও উন্নত পরিবেশ শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।এই নতুন ভবনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা পাবে স্বপ্ন গড়ার নতুন প্ল্যাটফর্ম।অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে এবং উৎসবমুখর আবহে সম্পন্ন হয়।




































