
এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর।
উন্নয়ন বৈষম্য ও জনদুর্ভোগ
পিরোজপুর জেলার কদমতলা ইউনিয়ন যেন উন্নয়নের মানচিত্র থেকে বিচ্ছিন্ন এক জনপদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো মৌলিক অবকাঠামো এখনো চরম অবহেলিত। এলাকার এই অনগ্রসরতার জন্য অনেকে তৎকালীন ক্ষমতাসীন দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের গুরুতর অভিযোগ তুলেছেন। কদমতলা ইউনিয়নের বহু গ্রামের রাস্তা চলাচল-অযোগ্য। বর্ষাকালে হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে, যা কৃষি পণ্য পরিবহন ও জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বড় বাধা সৃষ্টি করছে। অসংখ্য স্থানে ছোট-বড় ব্রিজ ও কালভার্ট ভেঙে আছে বা নেই বললেই চলে। ফলে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে বা স্কুল-কলেজে পৌঁছাতে শিক্ষার্থীদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে।অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো দুর্বল। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভবনের সংস্কার ও প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামের অভাব রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোযোগের দাবি
এলাকার এই করুণ পরিস্থিতি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কদমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নাঈম মাহমুদ বলেন কদমতলা ইউনিয়নের উন্নয়নের প্রয়োজনীয়তা আমরা স্বীকার করি। এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হচ্ছে। জনসেবা নিশ্চিত করতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করব।স্থানীয়রা আশা করছেন, অতি দ্রুত প্রশাসন এই ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে বিশেষ নজর দেবে। বিশেষ করে অবকাঠামো নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অতীতের দুর্নীতির অভিযোগগুলোর সঠিক তদন্তের মাধ্যমে জনগণের অর্থ যেন প্রকৃত উন্নয়নের কাজে লাগে, সেই ব্যবস্থা করাই এখন কদমতলাবাসীর প্রধান দাবি।





























