
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে আরএমপি সদর দপ্তরের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। এ বছর ট্রাফিক সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো- “সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন।”
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মানসিকতা পরিবর্তন ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। প্রতিদিন যেসব দুর্ঘটনা ঘটছে, তার বড় একটি অংশ ট্রাফিক আইন না মানার ফল। হেলমেট ব্যবহার না করা, ফুটপাতে যানবাহন চালানো, নির্দিষ্ট লেন না মানা—এই বিষয়গুলোই মূলত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।”
তিনি আরও বলেন,“রাজশাহী একটি শিক্ষানগরী. এখানে ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সম্ভব নয়। ট্রাফিক সপ্তাহের মাধ্যমে আমরা মানুষকে আইন মানতে উদ্বুদ্ধ করার পাশাপাশি সচেতনতার কাজ করছি। আইন প্রয়োগের পাশাপাশি মানবিক আচরণ ও সচেতনতা—এই দুইয়ের সমন্বয়েই নিরাপদ শহর গড়া সম্ভব।”
পুলিশ কমিশনার এসময় যানবাহন চালকদের উদ্দেশে বলেন,“নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবন নিরাপদ রাখার দায়িত্বও চালকদের নিতে হবে। একটি অসতর্কতা বা ট্রাফিক আইন উপেক্ষা অনেক সময় অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আইনকে ভয় না পেয়ে, নিজেদের সুরক্ষার জন্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে।”
আরএমপি সূত্র জানায়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিশেষ নজরদারি, সচেতনতামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ এবং আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমানসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।





























