
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাবাজার ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল, রামপাল উপজেলা শাখা।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার সুস্থতার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা দেশব্যাপী দোয়া ও প্রার্থনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় রামপাল উপজেলা ছাত্রদল ও যুবদল যৌথভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—,মো. মহিবুল্লাহ শেখ, সহ-সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা ছাত্রদল,মো. হোসেন শেখ, সাধারণ সম্পাদক, রামপাল কলেজ ছাত্রদল,মনিরুজ্জামান মুন্না, সভাপতি, ডিগ্রাস কলেজ ছাত্রদল,মো. ইব্রাহিম শেখ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, রামপাল উপজেলা ছাত্রদল,আল মিরান শেখ, অন্যতম নেতা, স্বেচ্ছাসেবক দল,হীরণ মল্লিক, অন্যতম নেতা, যুবদল,হান্নান শেখ, সভাপতি, উজলকুড় ইউনিয়ন সৈনিক দল ও সাধারণ সম্পাদক, রামপাল উপজেলা সৈনিক দল
নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন—তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার প্রতীক। তার দ্রুত সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
অংশগ্রহণকারীরা দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু রোগমুক্তি, দেশের স্থিতিশীলতা এবং দলের সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ধরে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।





























