
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা করেছে। ০৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় উপজেলার কাদিরখোলার ভাগা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন রামপাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের অভিযোগে নাজমুল শেখ (৩২)-কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রামপালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদক নির্মূলে প্রশাসনের এমন ধারাবাহিক ও কঠোর ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে।





























