
মন খারাপের দিনে
রায়হান উদ্দিন
মন খারাপের দিনে
তোমায় মনে পড়ে।
বলব আমি মনের কথা,
নয়তো দিব অভিযোগ।
শুনবে তুমি চুপচাপ হয়ে
দিবে আমায় সান্ত্বনা
সেই সান্ত্বনাতে হবো খুশি
থাকবে না কোন অভিযোগ।
রাখব তোমার কোলে মাথা
অশ্রু দিবে মুছে
বলব তোমায় মনের কথা
থাকবে তুমি পাশে।







































