
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশদূষণ রোধে অভিযান চালিয়ে হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার রূপগঞ্জের আউখার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন দাখিল করেন পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।
কর্তৃপক্ষ জানায়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১–এর নিয়ম না মানার অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এমন অভিযান নারায়ণগঞ্জ জেলায় নিয়মিতভাবে চলবে।




































