
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় ১০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় উজ্জল হোসেন (২৮) নামের এক যুবককে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জল হোসেন কামারপাড়া গ্রামের আনারুল ব্যাপাড়ীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত উজ্জলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন,“শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদক সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
ডিএনসি, বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি সর্বদা তৎপর। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য—এই আদর্শকে সামনে রেখে জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।”





























