
আবু রায়হান ,স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলে ১২৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। মঙ্গলবার সকালে টাঙ্গাইল র্যাব-১৪ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাধন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্পের তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক কারবারীরা টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরুণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদক দ্রব্য গাজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা হচ্ছে। পরে রাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম নামক একজনকে ১১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির তথ্যের ভিত্তিতে একই উপজেলার ভুটিয়া গ্রামের স্বপন মিযার বাড়ি থেকে আরো ১৩ কেজি গাজা উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ১২৭ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮,১৬,০০০/-(আটত্রিশ লক্ষ ষোল হাজার) টাকা।
ধৃত মোঃ নজরুল ইসলাম এবং পলাতক আসামী মোঃ স্বপন মিয়া ও মোছাঃ জেসমিন এর নামে মামলা দায়ের পূর্বক জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





























