
আজিজ মোড়ল, মোংলা
বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার অসহায় ভিক্ষুক নারী দীপালি রানী শীল পেলেন একটি নতুন ঘর। তারেক রহমানের পক্ষ থেকে এই ঘরটি নির্মাণ করে দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে অসহায় পরিবারটির সদস্যদের সঙ্গে নিয়ে নতুন ঘরটির ফিতা কাটেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর নিরাপদ একটি ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপালি রানী শীল ও তার পরিবার।
জানা যায়, দীপালি রানী শীল ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তিনি স্বামী পরিত্যক্তা এবং তার দুই মেয়েই বাকপ্রতিবন্ধী। এতদিন তারা একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করতেন, যেখানে রোদ-বৃষ্টি ও শীতের কষ্ট সহ্য করে দিন কাটছিল তাদের। নতুন ঘর পেয়ে কান্নাজড়িত কণ্ঠে দীপালি বলেন,
“লায়ন ফরিদ আমাকে নতুন একটা ঘর করে দিয়েছে। আমি তার জন্য দোয়া করি—সে যেন ভালো থাকে, মঙ্গল হয়। সে যেন আমার মতো আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।”
এ বিষয়ে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন,“দীপালি ভিক্ষা করে জীবনযাপন করেন, তার দুই মেয়েই বাকপ্রতিবন্ধী। দীর্ঘদিন তারা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছিল। বিষয়টি জানার পর সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি তাদের জন্য নতুন একটি ঘর নির্মাণের উদ্যোগ নিই। মূলত আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকেই এই ঘরটি অসহায় পরিবারটিকে উপহার দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন,“তারেক রহমান সারাদেশব্যাপী গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তার সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা যার যার এলাকায় গৃহহীনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজে যারা ভালো অবস্থানে আছি, আমাদের উচিত এমন মানবিক কাজে এগিয়ে আসা। কারণ একা ভালো থাকা যায় না—সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। তাই প্রত্যেকেরই তার প্রতিবেশীর পাশে দাঁড়ানো উচিত।”





























