
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: তারুণ্যের শক্তিকে মাদকমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব উপলক্ষে ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫।
টুর্নামেন্টকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে আগামীকালের খেলার প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (৬ ডিসেম্বর) জার্সি বিতরণ করা হয়। বগুড়া শহরের মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন ডিএনসির বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান।
এ সময় উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক নির্মূল কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়—এটি একটি সামাজিক আন্দোলন। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এই ভয়াবহ ব্যাধি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তরুণ প্রজন্মকে যদি আমরা খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারি, তাহলেই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।”
তিনি আরও বলেন,“আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু মাদকের অপব্যবহার একজন তরুণের শুধু বর্তমানই নয়, তার ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি কেবল নিজেই ক্ষতিগ্রস্ত হয় না—তার পরিবার ভেঙে পড়ে, সমাজে অপরাধ বৃদ্ধি পায় এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতির সৃষ্টি হয়।”
উপপরিচালক জিললুর রহমান আরও উল্লেখ করেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি কাউন্সেলিং, পুনর্বাসন এবং খেলাধুলাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো তরুণদের মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।”
তিনি উপস্থিত তরুণদের উদ্দেশে বলেন,“খেলাধুলার মাধ্যমে যেমন শরীর সুস্থ থাকে, তেমনি মনোবলও দৃঢ় হয়। এই শক্তিকে কাজে লাগিয়ে সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে হবে। আপনাদের সচেতন অংশগ্রহণই পারে একটি নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।”
আয়োজকেরা জানান, ২০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণ সমাজের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, ইতিবাচক জীবনধারার প্রচার।





























