
মো: ফখর উদ্দিন, স্টাফ রিপোর্টার :
আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার নিজস্ব উদ্যোগে প্রকাশিত ৩৩টি শিক্ষামূলক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশিত বইগুলোর রচয়িতা জান্নাতুল ফেরদাউস, প্রিন্সিপাল, আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্স এবং সংকলক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা জাহিদুল ইসলাম, চেয়ারম্যান, আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা। প্রকাশিত বইসমূহের মধ্যে রয়েছে প্লে ও নার্সারি শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবই, তাজভীদ, দোয়া বিষয়ক বই এবং সকল শ্রেণির জন্য হাতের লেখা অনুশীলনের বই।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদাউস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বুরহান সাদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ নাছির। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন আহমাদ ইবনে জাহিদ। এ সময় শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সবশেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ৩৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।





























