
আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:
আঠারো শতকের মহাকবি আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) পৌষ বিষু ও বার্ষিক ওরশ উপলক্ষে আনোয়ারায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) আঞ্জুমানে পাক পাঞ্জেতন শাহ্ আলী রজা (রহঃ) ট্রাস্টের উদ্যোগে ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ) আলীম মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ডায়াবেটিস, নিউরো মেডিসিন, গাইনি, শিশু রোগ, চক্ষু, বাত-ব্যথা ও চর্ম রোগসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত শাহ সুফি মুহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি.আ.)। এ সময় শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, মানবসেবার অংশ হিসেবে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























