
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে মনোনয়ন ফরমে ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইউসুফ সোহেল নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে কমিশন তা মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে।
মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামী প্রার্থী ইউসুফ সোহেল বলেন, আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষনা করেছেন। আমি সবাইকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধ মুরাদনগর গড়তে চাই।





























