
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার তাহিরপুরঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম(বাবেশিকফো)এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হলেন মোদাচ্ছির আলম সুবল।তিনি এর পুর্বে উক্ত কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল( ১৪মে)সোমবার ঢাকায় কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক সভায় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে,কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল কে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করে উক্ত কমিটির মহাসচিব আব্দুল খালেক। পরবর্তী ত্রি বার্ষিক সম্মেলন পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। মোদাচ্ছির আলম সুবল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন,এছাড়াও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনেও উনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। অজপাড়া গাঁয়ে বেড়ে ওঠা মানুষ গড়ার কারিগর মোদাচ্ছির আলম সুবল বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম(বাবেশিকফো)এর ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখাযায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের। উল্লেখ্য যে,গত ৬,মে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম(বাবেশিকফো)এর সভাপতি সাইদুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।তার শূন্যতা ও সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখতে মোদাচ্ছির আলম সুবল কে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।





























