
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জামালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দূলর্ভপুর বাজারে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দীর আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ফেরত আইনজীবী ও ফোরাম-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। মনজুরুল হক আফিন্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য হাজী এমদাদুল হক আফিন্দী ও ইকবাল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন পাঠান, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক উসমান গণি, সদস্য আব্দুন নুর আখঞ্জী, কামাল রাজা, আব্দুল কাইয়ুম, সুহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দূলর্ভপুর ও ফাজিলপুর রেহানা আব্দুল মান্নান হুসানিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা হাম্মাদ আহমেদ। দোয়া শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়।





























