
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪শে জানুয়ারি) বিকেলে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন:বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য শাহেবুর আলম,সম্মানিত সদস্য আবুল কাশেম,সম্মানিত সদস্য নেকবর হোসেন,সম্মানিত সদস্য সেনোয়ার হোসেন,সম্মানিত সদস্য সাইকুল ইসলাম,সম্মানিত সদস্য নজরুল ইসলাম,সম্মানিত সদস্য তাজুল ইসলাম,সম্মানিত সদস্য শামীম আহমদ,সম্মানিত সদস্য হাসিবুল আলম বাবু, সম্মানিত সদস্য ও উপজেলা যুব মহিলা দলের প্রস্তাবিত সভাপতি পারভীন আক্তার,ইলিয়াছ মিয়া প্রমুখ।
সভায় সভাপতি মাহবুব আলম বলেন,আমরা আমাদের ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করব। ভোটারদের আস্থা ও সমর্থন অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি শক্তিশালী হওয়ার জন্য প্রতিটি পদক্ষেপকে জোরদার করতে হবে, আর আমরা সবাই একসাথে হয়ে এটিই করব।
সভায় বক্তারা দলের তৃণমূল শক্তিশালী করার আহ্বান জানান, ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বৃদ্ধি এবং আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণ প্রস্তুতির গুরুত্ব জোরালোভাবে তুলে ধরেন। তারা স্থানীয় জনগণকে বিএনপির কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং দলের প্রতি আস্থা ও সমর্থন দৃঢ় করতে উৎসাহিত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ছিলেন।
আহম্মদ কবির





























