
সাইদুল ইসলাম, কসবা উপজেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ। বেলা ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেন।প্রতীক পাওয়ার খবরে কসবা ও আখাউড়া উপজেলা জুড়ে বিএনপি এব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। পরে গত ৯ জানুয়ারি একই আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জহিরুল হক চৌধুরী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন কমিশন আপিলটি খারিজ করে মুশফিকুর রহমানের প্রার্থিতা বহাল রাখে। ওই রাতেই তিনি বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেন।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ বলেন,মুশফিকুর রহমান একজন পরীক্ষিত, যোগ্য ও ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন ধরে কসবা-আখাউড়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গী। তার রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে সাধারণ মানুষ তার ওপর আস্থা রাখে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতেই কসবা-আখাউড়ার মানুষ নিরাপদ থাকবে। ইনশাল্লাহ, আগামী দিনে তার নেতৃত্বে কসবা-আখাউড়াকে একটি সুন্দর, আধুনিক ও উন্নয়নবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে। মানুষের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার বলেন,কসবা-আখাউড়ায় মুশফিকুর রহমানের জনপ্রিয়তা তুঙ্গে। আমরা আশাবাদী, তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করবেন। তাকে দলীয় মনোনয়ন ও প্রতীক দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। মুশফিকুর রহমানের নেতৃত্বে কসবা-আখাউড়ায় একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আসবে;এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।





























