
স্টাফ রিপোর্টার:
চাটখিলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে কাতার ফেরত ক্ষতিগ্রস্ত নারী কর্মী শেপালী বেগমকে পুনর্বাসনের জন্য অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার চাটখিল উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন এবং চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাস বন্ধু ফোরামের চাটখিল উপজেলা সভাপতি কামরুল কানন আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন শেফালী বেগমের হাতে।
এই সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নোয়াখালী জেলা সমন্বয়কারী ইমাম উদ্দিন,প্রবাস বন্ধু ফোরামের চাটখিল উপজেলা সদস্য কবির হোসেন,ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের চাটখিল উপজেলা কর্মকর্তা নাজমা আক্তার এবং শেফালী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
ব্র্যাক সুত্রে জানা যায়, চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের শেফালী বেগম দুই বছর আগে কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমায়।কিন্তু তার যাওয়ার কিছুদিন পর তার সেখানকার মালিক মারা গেলে সে নিঃস্ব হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসে হতাশ হয়ে পড়ে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।সেই প্রচেষ্টার অংশ হিসাবে তাকে অনুদান হিসাবে ৭৬ হাজার টাকা প্রদান করে। এই টাকা দিয়ে তাকে একটি সেলাই মেশিন এবং নারীদের পরার থ্রি পিস কিনে দেওয়া হবে।
শেফালী বেগম তার এই দুঃসময়ে ব্রাক তার পাশে দাড়ানোর জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি দৃঢ় প্রত্যায় ব্যক্ত করে বলেন, ব্রাকের এই অনুদানে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন।





























